বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম মাস্টার জয়লাভ করেছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩ হাজার ৬৩৩ ভোটের মধ্যে ২ হাজার ১৩২ ভোট পোল হয়েছে। ভোট গণনা শেষে জামায়াত সমর্থিত প্রার্থী আমিনুল মাস্টার (টর্চলাইট) প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ.লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্বাচ আলী (ভ্যানগাড়ি) প্রতীকে পেয়েছে ৯৩৬ ভোট, আ.লীগ সমর্থিত অপর প্রার্থী আনিচ আহমেদ পেয়েছেন ৫ ভোট। বাতিল হয়েছে ২৫ ভোট, হারানো ব্যালট ছিলো ১টি। এর মধ্যে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল পেয়েছেন ৫০২ ভোট, আব্বাচ আলী পেয়েছেন ৩১১ ভোট, আনিচ পেয়েছে ২ ভোট, বাতিল ভোটের সংখ্যা ১১টি। বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল পেয়েছেন ৪১০ ভোট, আব্বাচ আলী পেয়েছেন ৩১৭ ভোট, আনিচ পেয়েছেন ২ ভোট, বাতিল হয়েছে ৮ ভোট। বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল পেয়েছে ২৫৮ ভোট, আব্বাচ আলী পেয়েছেন ৩০৮ ভোট এবং আনিচ পেয়েছেন ১ ভোট, বাতিল ৬ ভোট। ফলে আমিনুল মাস্টার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভবে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, এনডিসি মুনিবুর রহমান, ম্যাজিস্ট্রেট মুশফিকুল হালিম, এসিল্যান্ড বদিউজ্জামান, সিনিয়ার সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান মুনসি, ওসি (তদন্ত) কামরুজ্জামান খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৯৪ সদস্য। প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন সদর উপজেলা যুবউন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আলসামি, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার নজিবর রহমান। উল্লেখ্য, ইউপি সদস্য আলমাছ আলী মাস্টারের মৃত্যুতে এ ওয়ার্ডটি শূন্য হয়।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে বেগমপুর ৭ নং ওয়ার্ড উপনির্বাচন সম্পন্ন : জামায়াত সমর্থিত প্রার্থী আমিনুল মাস্টারের জয়লাভ
