স্টাফ রিপোর্টার: বাংলাদেশ তিন মোড়লের চাপের শিকার হয়েছে। সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মুখেই যে শুধু এ কথা এমনটা নয়, বিশ্ব ক্রিকেটের গ্রেটদের সাথে মাশরাফির পূর্বসূরিরাও হারের জন্য আম্পায়ারদের দায়ী করছেন। আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ভারতের কাছে হেরেছে। তবে রকিবুল হাসান মনে করেন, তিন মোড়লের বাইরে যে দেশগুলো আছে, তাদের সবার নিরপেক্ষ থাকা উচিত। তিনি বলেন, সিদ্ধান্তগুলো খুব বাজে হয়েছে। তিন মোড়ল বলতে আমরা যা বুঝি- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এখানেও কর্তৃত্ব রাখতে সক্রিয়। সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ হতে পারে সেখানেই অনেক কিছু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের বোলাররা কিছু সময় জ্বলে উঠলেও ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আর বাংলাদেশের আগের ম্যাচগুলোর মতো ব্যাটিং না হওয়ার কারণে হেরেছে বলে মনে করেন রকিবুল। আম্পায়ারদের ভুল সিদ্ধান্তকে দায়ী করেছেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরাও। তিনি বলেন, আমি বলব, মাঠে ভারত খেলেছে ৫০ ভাগ। বাকি ৫০ ভাগ আম্পায়াররা।
বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আতাহার আলী খান বলেন, কোয়ার্টার ফাইনালে এমন বাজে আম্পায়ারিং! বিশ্বাসই করতে পারছি না এমন প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং দেখতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি! তিনি বলেন, জানি না, আইসিসির আইনে কী বলা আছে। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা উচিত আইসিসির। সাবেক অধিনায়ক ও বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও আম্পায়ারদের দায়ী করেছেন। বড় ম্যাচে চাপকেও চিহ্নিত করেছেন তিনি। তবে পুরো দোষ আম্পারদের ওপর চাপিয়ে দিতে রাজি নন তিনি। হাবিবুল বাশার বলেন, বিশ্বকাপে আমরা ভালো খেলেই কোয়ার্টার ফাইনালে উঠেছি। কোয়ার্টার ফাইনাল আমাদের জন্য বড় ম্যাচ। অনেক চাপ থাকে। আগের দিন যেমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাপ নিতে পারেনি শ্রীলংকা। নয় উইকেটে হেরেছে তারা। এ হারে বাংলাদেশের হতাশার কিছু নেই। ভারত ভালো খেলেছে বলেই জিতেছে। অন্যদিকে পুরো টুর্নামেন্টের মতো ভালো খেলতে পারিনি বলেই হেরেছি আমরা। তিনি বলেন, আম্পায়ারের সিদ্ধান্তগুলো বাংলাদেশের বিপক্ষে গেছে। ম্যাচে আম্পায়ারিং ভালো হয়নি এটা নিশ্চিত। শুধু আমরা না পুরো বিশ্ববাসীই দেখেছে। যদিও এটা খেলারই একটি অংশ। আম্পায়ারের একটি কিংবা দুটি ভুল সিদ্ধান্ত ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। সেরকমই কিছু হয়েছে আজ। তিনি বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এরআগে কোনো দলই তিনশ রান টপকে জিততে পারেনি। বাংলাদেশের খেলায় আমি খুশি। সবাই ভালো খেলেছে। চেষ্টা করেছে ভালো কিছু উপহার দিতে।
বাংলাদেশের এক সময়ের আশার ফুল আশরাফুল মনে করছেন, আম্পায়ারদের বাজে সিদ্ধান্তগুলোর কারণে মাশরাফিদের মনের ওপর চাপ পড়েছে। তিনি বলেন, আগেও আমরা তিনশ রান তাড়া করে জিতেছি। এ বিশ্বকাপেও আমরা এ কাজটা করতে পেরেছি। ভারতের বিপক্ষেও ওই জয়গুলো আলো দেখাচ্ছিল। বাংলাদেশের ফিল্ডিং আরও ভালো হলে এবং রোহিত শর্মার আউটটা আম্পায়ার দিলে লক্ষ্য আরও কম হতে পারত। আশরাফুল বলেন, আম্পায়ারদ্বয়ের কিছু ভুল সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা দুর্বল করে দিয়েছে। বলব দুর্বল করে দেয়া হয়েছে। তবে আশরাফুল শুধু আম্পায়ারদের ওপরই দোষ দিতে চান না। তিনি বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরাও দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। আমি তাদের দোষও দেখছি। কেউ ২৯, ২৫ আবার ২১ রান করে আউট হয়েছে। এই ব্যাটসম্যানরা যদি আরও কিছু রান করতে পারতেন তাহলে ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো।
এদিকে সাবেক ক্রিকেটার তানজীব আহসান সাদ বলেন, রুবেলের যে বলটা নো বল ধরেছে আম্পায়ার, ওই বলটা কোনোভাবেই নো ছিল না। এই একটা ভুল সিদ্ধান্ত এবং মাহমুদউল্লাহর আউটটা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এছাড়া আরও কিছু সিদ্ধান্ত হয়েছে যা বাংলাদেশের বিপক্ষে গেছে।
এত বাজে আম্পায়ারিং জীবনে দেখিনি
