স্টাফ রিপোর্টার: সাভারে কামরুজ্জামান (৩৩) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানায়। সে সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতো। এ সময় তার ব্যবসায়ীক অংশীদার রোমানও গুরুতর আহত হন। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।