বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় চুয়াডাঙ্গায় শোভাযাত্রা

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর, চুয়াডাঙ্গা কোর্টমোড় ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবারো চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে ফিরে আসে। শোভাযাত্রায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটার, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেটপ্রিয় শিক্ষার্থী, সাবেক- বর্তমান ক্রিকেটার ও শুধীজন অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বাংলাদেশ দলের শুভ কামনা খচিত বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, ক্রিকেট ড্রেস পরিহিত খেলোয়াড়ও অংশগ্রহণ করে। ব্যানার ফেস্টুনে লেখা ছিলো ‘এগিয়ে যাও বাংলার দামাল ক্রিকেটাররা, সারা বাংলাদেশের মতো আমরাও আছি তোমাদের সাথে।’ সেই সাথে মাইকে বাঁজতে থাকে বাংলাদেশ দলের অনুপ্রেরণা জাগানো গান ‘চলো একসাথে হয়ে পড়ি ঝাঁপিয়ে, দেবো বিশ্বের প্রাণ কাঁপিয়ে, থামবো না আর মানবো না হার যাবো এগিয়ে..চলো বাংলাদেশ…চলো বিশ্বওজানে চলো বিজয়ের টানে….। গানের তালে তালে ক্রিকেটাররা শহরময় দু হাতে জাতীয় পতাকা নাড়াতে থাকে মাথার ওপর নিয়ে। শোভাযাত্রাটি সরকারি কলেজের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে সকলে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে বিজয়ের চিহ্ন দেখিয়ে বাংলাদেশ দলের জয়ের জন্য শুভ কামনা ও দোয়া কামনা করেন। চুয়াডাঙ্গা ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর গোল্ডস্টারের সৌজন্যে ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান মিজাইল, সদস্য সচিব নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক সরোয়ার হোসেন মধু, শহিদুল কদর জোয়ার্দ্দার, সাবেক ক্রিকেটার পিন্টু কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব, ক্রিকেট কোচ সাইফ রাসেল, হাসানউজ্জামান হাসান, ইমরান হোসাইন, সোহেল আহম্মেদ, ছোট রাসেলসহ ক্রিকেটারগণ। শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে আয়োজন করা হয় ভারত বাংলাদেশের মধ্যে রুপক ক্রিকেট ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশ ভারতকে ৪ উইকেটে পরাজিত করে। ভারত হয়ে খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা একাডেমি স্কুল ও বাংলাদেশ হয়ে খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটারগণ। খেলা শেষে বিজয়ী ও পরাজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সদস্য সচিব ও শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। উল্লেখ্য আজ বৃহস্পপ্রতিবার সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ লড়বে ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ যাতে ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারে সেজন্য শুভ কামনা ও সাহস যোগানই এ শোভাযাত্রার মূল লক্ষ্য।