মাথাভাঙ্গা মনিটর: ২০১৪ সালের ডিসেম্বরে জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়ার নিখোঁজ ৫৬ যাত্রীর লাশের অনুসন্ধান অভিযান বন্ধ করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। রোববার দাপ্তরিকভাবে অভিযানের ইতি টানা হবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় অনুসন্ধান সংস্থার এক কর্মকর্তা। ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনায় পড়ে এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড৮৫০১। অর্ধেক পথ যাওয়ার পর জাভা সাগরের আকাশে থাকার সময় বিমানটির সাথে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হযে যায়। সাগরে বিধ্বস্ত বিমানটির ১৬২ জন যাত্রীর সবাই মারা যান। এদের মধ্যে ১০৬ জনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও ৫৬ জনের লাশ খুঁজে পাওয়া যায়নি। দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার ইউসুফ লতিফ নামের একজন মুখপাত্র বলেছেন, ইতোমধ্যে আমাদের কয়েকটি জাহাজ ও কর্মীদের ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের স্টান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তবে রোববার অভিযানটি দাপ্তরিকভাবে শেষ করা হচ্ছে। দুর্ঘটনার দু সপ্তা পর বিধ্বস্ত বিমানটির ফ্লাইট ডাটা রেকর্ডার ও ভয়েস রেকর্ডার, যা ব্ল্যাক বক্স নামে পরিচিত, উদ্ধার করা হয়। তবে এগুলো উদ্ধারের পর বিশ্লেষণ করা তথ্যের খুব কম অংশই জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। অবশ্য আগামী ছয় মাসের মধ্যেই তদন্তের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এক তদন্তকারী কর্মকর্তা।