মাথাভাঙ্গা মনিটর: তিউনিসিয়ায় রাজধানীতে একটি জাদুঘরে বন্দুকধারীদের হামলা অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক বলে দেশটির প্রধানমন্ত্রী হাবিব এজিদ জানিয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাজধানী তিউনিসের পার্লামেন্ট ভবনের পাশেই বার্দো মিউজিয়ামে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারীরা জাদুঘর থেকে বেশ কয়েকজন পর্যটককে জিম্মি করেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। নিহত ও জিম্মিদের মধ্যে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানির নাগরিক রয়েছেন বলে স্থানীয় বেতারের খবরে বলা হয়েছে। এ ঘটনায় ইতালির অন্তত দু নাগরিক আহত হয়েছেন। তবে তাদের জিম্মি করা হয়েছে কি-না তা নিশ্চিত নয়। অন্তত দুজন বন্দুকধারী জাদুঘরে সামনে বাস থেকে নামা পর্যটকদের ওপর গুলি শুরু করে। আক্রান্ত পর্যটকরা এ সময় প্রাণ বাঁচাতে জাদুঘরের ভেতর ঢুকে পড়েন। স্থানীয় টেলিভিশনের ভিডিওতে কয়েকজনকে নিরাপত্তারক্ষীদের পাহারায় সরিয়ে নিতেও দেখা যায়। প্রত্নতত্ত্বের বিশাল ভাণ্ডারের জন্য বিখ্যাত বার্দো জাদুঘর পর্যটকদের জন্য তিউনিসের অন্যতম আকর্ষণীয় স্থান। ২০০২ সালে তিউনিসিয়ার জেরবা রিসোর্টে আল-কায়দার বোমা হামলায় জার্মানির ১১ নাগরিকসহ ১৯ জনের মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে পাশের দেশ লিবিয়ায় নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় তিউনিসিয়ার নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আশেপাশের দেশগুলোর মতো তিউনিসিয়ার বহু তরুণ জঙ্গিগোষ্ঠী আইএস’র হয়ে লড়াই করতে সিরিয়া ও ইরাকে যাওয়ায় অস্থিরতার শঙ্কা আরও বেড়ছে।