আলমডাঙ্গা গোবিন্দপুর বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা গোবিন্দপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন ও দিনব্যাপি গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পমাল্যদান ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। দুপুরে দোয়া মাহাফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও বিকেল ক্রীড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক ও গোবিন্দপুর জেএন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনু।

বিশেষ অতিথি প্রধান শিক্ষক নাছরীন সুলতানা, পৌর আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলিম, প্রচার সম্পাদক রেজাউর হক তবা, ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ডালিম হোসেন, ওয়ার্ড আ.লীগের সম্পাদক আ. রশিদ, ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, প্রফেসর টুটুল, মিল্টন,সাবেক ছাত্রলীগ নেতা টুকুল। সাবেক কলেজছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিনের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলম হোসেন, রনি, রুবেল, সুমন, শরিফ, উৎপল, সজিব, সাইফুল প্রমুখ।

Leave a comment