আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বায়োটেক এগ্রো কমপ্লেক্সের আয়োজনে কৃষিতে সাফল্যের শীর্ষে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

অনিক সাইফুল: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বায়োটেক এগ্রো কমপ্লেক্স আয়োজিত কৃষিতে সাফল্যের শীর্ষে বার্ষিক পুরস্কার বিতরণ ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে কৃষিতে সফল ব্যক্তিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে মুন্সিগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়।

বায়োটেক এগ্রোর উদ্যোগে সাফল্যের শীর্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিদর্শক কৃষিবিদ নির্মল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন ঢাকা আইএফডিসির কৃষি বিশেষজ্ঞ কৃষিবিদ ড. শাহরুখ আহাম্মেদ, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান প্রমুখ। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বায়োটেক এগ্রো কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বীজ উৎপাদনকারী তামিম হাসান, গুটি ইউরিয়া ব্যবহারকারী আবু হানিফ, মিনারুল ও গুটি ইউরিয়া বিক্রেতা শমসের আলী। অনুষ্ঠানে ২০১৪ সালে কৃষিতে অবদান রাখায় বীজ উৎপাদনকারী হিসেবে জোড়গাছার আলম আলী, শিশিরদাড়ির রবিউল ইসলাম, ভোলারদাড়ির মাসুদ পারভেজ, গুটি ইউরিয়া ব্যবহারকারী হিসেবে ঘোলদাড়ির আবু হানিফ, চুক্তিবদ্ধ কৃষক হিসেবে দক্ষিণ গোবিন্দপুরের ফারুক হোসেন, গড়গড়ির বকুল হোসেন ও খলিলুর রহমান, শ্রেষ্ঠ সমন্বয়কারী হিসেবে, গড়গড়ির হাসিবুল, গড়চাপড়ার তক্কেল আলী, জেহালার মইদুল হোসেন, হৈদারপুরের সেলিম আলী, শ্রেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে গড়গড়ির আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ শ্রমিক (গুটি ইউরিয়া) খাদেজা, জলি, নয়ন সরকার, শ্রেষ্ঠ শ্রমিক (জৈব সার) হিসেবে কোহিনুর ও হাওয়া খাতুন, শ্রেষ্ঠ গুটি ইউরিয়া মেশিনচালক হিসেবে দক্ষিণ গোবিন্দপুরের নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ রিটেলার হিসেবে খাসকররার শমসের আলী, জাহাপুরের আব্দুল হান্নান ও রাধাকান্তপুরের আনিছুর রহমান, শ্রেষ্ঠ এসএএও হিসেবে জেহালা ব্লকের আব্দুল মান্নান, গড়গড়ি ব্লকের শামীম ইকবাল, জাহাপুর ব্লকের খালিদ সাইফুল্লা ও খাসকররা ব্লকের সহিদুল আলমকে পুরস্কৃত করা হয়। বক্তারা বলেন, ৭ বছর আগে মাত্র ১০-১২ জন চাষি নিয়ে বায়োটেক এগ্রো কমপ্লেক্স কাজ শুরু করে। বর্তমানে এলাকার ৩শ থেকে সাড়ে ৩শ চাষিকে নিয়ে কাজ করে যাচ্ছে। শুধু চুয়াডাঙ্গা জেলায় নয় দেশের বিভিন্ন এলাকায় বায়োটেক এগ্রো কমপ্লেক্সের জৈব সার ব্যবহার করে কৃষককেরা অধিক ফসল উৎপাদন করছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান।

Leave a comment