আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। ওই ছাত্রলীগ নেতার নাম বাঁধন খন্দকার। বুধবার স্থানীয় একটি মেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি মুলাডুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ইউনিয়ন যুবলীগ নেতা মিলন খন্দকারের মধ্যে নানা কারণে বিরোধ চলছিল। মিলন খন্দকারের নিয়ন্ত্রণে গতকাল বুধবার মুলাডুলি ইউনিয়নে একটি মেলা বসে। ওই মেলার জুয়ো খেলার নিয়ন্ত্রণ নিয়ে কামাল হোসেন ও মিলন খন্দকারের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছে। বেলা সাড়ে ১১টার দিকে কামাল হোসেনের নেতৃত্বে ৩০-৩৫টি মোটরসাইকেল তার প্রায় ৬০ জন সমর্থক মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। মেলায় যাওয়া নিয়ে কামাল হোসেনের সাথে মিলন খন্দকারের কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

Leave a comment