মেহেরপুর অফিস: সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে মেহেরপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবে সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে শহরের মোড়ে মোড়ে ও গ্রাম অঞ্চলে আলোকচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক তুহিন আরণ্য ও কামারুজ্জামান খাঁন, সভাপতি রশিদ হাসান খাঁন আলো, মিজানুর রহমান প্রমুখ।
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে মেহেরপুর জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন
