স্টাফ রিপোর্টার: তখন রাত ১১টার কাঁটা পেরিয়ে এগিয়ে যাচ্ছে ১২টার দিকে। চুয়াডাঙ্গা সদর থানার অভ্যন্তরে হইচই। তাকে ঠিক বাগবিতণ্ডা বলা চলে কি-না তা স্পষ্ট না হলেও সড়কের উৎসুক জনতার শ্রবণ দৃষ্টি থানার দিকেই।
কি হলো? কেন উচ্চ্স্বরে কথা? প্রশ্ন তুলতেই একজন বললেন, শহরতলী দৌলাতদিয়াড়ের এক অপ্রাপ্ত বয়সী মেয়ে প্রেমিকের বাড়িতে ওঠা, বিয়ে এবং তালাক নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি নিয়ে আলোচনা শেষে সাবেক এক ছাত্রলীগ নেতার সাথে একজন এএসআইর বাগবিতণ্ডা। কি নিয়ে বাগবিতণ্ডা? ছাত্রলীগের সাবেক নেতা লাল্টুর অভিমত, আমরা যখন মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করছি, তখন মাঝে মাঝে এএসআই তকিবুরকে কিছু স্থানে দেখা যায়। বিষয়টি আমাদের দৃষ্টিতে ভালো লাগে না বলে জানাতেই তিনি ক্ষুব্ধ হয়ে বাগবিতণ্ডা শুরু করেন।
থানার অন্য অফিসাররা অবশ্য বিষয়টি তেমন কিছু নয় বলেই মন্তব্য করেছেন।