ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ছাত্রদল নেতা অপহৃত : পুলিশের অস্বীকার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিরাজুল ইসলাম মির্জাকে (২৬) অপহরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের কাঞ্চন নগরপাড়া থেকে একটি শাদা মাইক্রোবাসযোগে ৪-৫ জন লোক শাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। ছাত্রদল নেতা মির্জা কাঞ্চননগর পাড়ার জনাব আলীর ছেলে।

মির্জার মা বুলবুলি খাতুন জানান, পুলিশ পরিচয়ে তার ছেলেকে তুলে নেয়া বা অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মৌখিক অভিযোগ করেছে তারা। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, মির্জা নামে কোনো ছাত্রদল নেতা বা কর্মীকে পুলিশ ধরেনি।

অন্যদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন জানান, মিরাজুল ইসলাম মির্জা তাদের দলের অন্যতম নেতা। তার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা আছে। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মির্জার অবস্থান জানাতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a comment