চুয়াডাঙ্গা বেগমপুর ৭ নং ওয়ার্ড উপনির্বাচনের আর মাত্র একদিন বাকি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উপনির্বাচনের আর মাত্র একদিন বাকি। ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কিত রয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুষ্ঠু এবং নিরেপেক্ষ নির্বাচন করতে বদ্ধ পরিকর।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচনের আর মাত্র একদিন বাকি। এদিকে যে যাই পরিকল্পনা করুক না কেন নির্বাচন সুষ্ঠু হওয়ার স্বার্থে ভোটারদের ভোটকেন্দ্র যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে ওয়ার্ডবাসী। নির্বাচনের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানোন হয়েছে। এ নির্বাচনে ৩ জন প্রার্থী আমিনুল ইসলাম মাস্টার (টর্চলাইট), আনিচ আহম্মেদ (লিচু) ও সাবেক ইউপি সদস্য আব্বাচ আলী (ভ্যানগাড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৫ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডের ৩ হাজার ৬৩৩ জন ভোটার ১৯ মার্চ বেগমপুর হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইউপি সদস্য।

Leave a comment