আটক বাংলাদেশি দু মহিলাকে গ্রহণ ও ভারতীয় নাগরিককে ফেরত

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক দু মহিলা বাংলাদেশি নাগরিককে গ্রহণ এবং বিজিবির হাতে আটক ভারতীয় এক মহিলা নাগরিককে ফেরত দিয়েছে উভয় দেশের সীমান্তরক্ষীবাহিনী। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মেহেরপুর জেলার মহাজনপুর গ্রামের আবু তালেবের স্ত্রী ছমিরন নেছা (৩৫) ও একই গ্রামের জিয়ার স্ত্রী শাহানাজ খাতুন (৩০) গতকাল সকালে অবৈধ পথে ভারতীয় হাটখোলা গ্রামে আত্মিয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৯৩/৩ এস মেন পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে হাটখোলা নামক স্থানে ভাতরীয় ১১৯ মহাখোলা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদেরকে আটক করে। অপরদিকে একই দিনে বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৯৩ নং মেন পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামে ভারতীয় নাগরিক নদীয় জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের রবিউলের স্ত্রী সেলিনা বেগমকে (৪২) অবৈধ পথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের দায়ে মুন্সিপুর বিওপির টহল দল তাকে আটক করে। পরে বিজিবি এবং বিএসএফ’র সম্মতিতে উভয় দেশের নাগরিকদের বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র নিকট হতে বাংলাদেশি দু মহিলা নাগরিককে গ্রহণ এবং ভারতীয় এক মহিলা নাগরিককে বিএসএফ’র কাছে ফেরত দেয়া হয়। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment