মেহেরপুরে যুবকল্যাণ তহবিলের চেক প্রদান

মেহেরপুর অফিস: গতকাল সোমবার ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মেহেরপুর জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০১৩-২০১৪ অর্থ বছরের অনুদানের চেক প্রদান করা হয়। যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।

Leave a comment