মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার নওদাপাড়া বাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টিম রোববার রাতে ওই অভিযান চালায়।

ওসি আকরাম হোসেন জানান, কাজীপুর গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী করিমের ছেলে ফজল (২৫) ফেনসিডিল নিয়ে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পীরতলা ক্যাম্প পুলিশের একটি দল নওদাপাড়া বাজারের নিকটে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল ফেনসিডিল ফেলে পালিয়ে গেলে পুলিশ ফেনসিডিল উদ্ধার করে। ফজলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

Leave a comment