মেহেরপুরের গাংনীতে চিহ্নিত চাঁদাবাজ সবুজ গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী এলাকার ত্রাস ও ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির মোবাইলফোনে চাঁদাবাজির মূলহোতা সবুজ আহমেদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে বাওট বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবুজ বাওট গ্রামের গোলাম মোস্তফার ছেলে। চাঁদাবাজি ও তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, সবুজ এলাকার চিহ্নিত চাঁদাবাজ। সে এলাকার বিভিন্ন ইটভাটা মালিকের মোবাইল নম্বরে নিজেকে চরমপন্থি দলের নেতা হিসেবে চাঁদা দাবি করে। বেশ কয়েকজন ইটভাটা মালিক সবুজের কথা মতো নির্দিষ্ট স্থানে চাঁদাও পৌছে দেন। এছাড়াও এলাকার বিভিন্ন ধর্ণাঢ্য ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সবুজ। তার বিরুদ্ধে চাঁদাবাজির এক ডজনের ওপরে অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজি ও তার সহযোগীদের বিষয়ে তথ্য প্রদান করেছে। তার সঙ্গীদেরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। চাঁদাবাজির কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Leave a comment