মেহেরপুরের গাংনীতে গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি ফরহাদ হোসেন দোদুল

মেহেরপুর আওয়ামী লীগকে সোনালী সময়ে ফিরিয়ে নিতে হবে

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল বলেছেন, এক সময় দলের হাইকমান্ড মেহেরপুরের দুটি আসনে নিশ্চিত জয় ধরে নিতেন। কিন্তু বিভিন্ন কারণে সে আশার ছেদ ধরেছে। তাই ওয়ার্ড পর্যায় থেকে সংগঠন শক্তিশালী করতে হবে। তৃণমূল নেতাদের যোগ্য সম্মানের আসনে বসাতে হবে। রাগ ক্ষোভ ভুলে স্বাধীনতার স্বপক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে সংগঠন করার মধ্যদিয়ে আগামী দিনে এ দুটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দল ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনা ও সরকারের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।

গাংনী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এমএ খালেকের গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে সাংগঠনিক দিক নির্দেশনামূলক বক্তৃব্য রাখেন সাধারণ সম্পাদক এমএ খালেক। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এমএ খালেককে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আখতার বানু, জেলা আ.লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শহিদুল ইসলাম বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, হাজি মহসিন আলী, ইটভাটা মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা ইনামুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, যুবলীগ নেতা নবির উদ্দীন কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সহসভাপতি আমিনুল ইসলাম রতনসহ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেপি সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান অল্ডাম, যুবলীগ নেতা সবুক্তগীন মাহমুদ পলাশ, আওয়ামী লীগ নেতা বাচ্চু, রাকিবুল ইসলামসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগের সহপ্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টু।

Leave a comment