স্টাফ রিপোর্টার: সাভারে চলন্ত বাসে ছাত্রীর শ্লীলতাহানির দায়ে সাভারের এক মহিলা কলেজের অধ্যক্ষকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ওই অধ্যক্ষকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চাকলাদার মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী আশুলিয়ার জিরাব থেকে কলেজে যাওয়ার উদ্দেশে যাত্রীবাহী বাসে রওনা হয়। পথে বিশমাইলে কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন ওই বাসে ওঠেন। তিনি ওই ছাত্রীর পাশের সিটে বসেন। ওই ছাত্রী জানান, স্যারকে দেখে আমি তাকে পাশে বসতে দিই। এক পর্যায়ে আমি বেতন মওকুফের বিষয়ে তার সঙ্গে কথা বলি। স্যার বলেন, তোমার বেতন মওকুফ করে দেব। এ বলেই ওড়নার নিচ দিয়ে শরীরে হাত দেয়। মানা করলেও তিনি তা মানেননি। লজ্জা ও ভয়ে আমি কেঁদে ফেলি।
ওই বাসের যাত্রী ও এনাম মেডিকেল কলেজের ছাত্র সুমন জানান, লোকটি ছাত্রীর শরীরে হাত দিলে আমরা পেছনের সিট থেকে তা দেখতে পারি। মেয়েটি ইতস্ততবোধ করলেও লোকটি বিশেষ স্থানে হাত দেয়, জড়িয়ে ধরার চেষ্টা করে। মেয়েটি কাঁদতে শুরু করলে যাত্রীরা বাস থামিয়ে লোকটিকে নামিয়ে গণপিটুনি দেয়। পরে জানা যায়, লোকটি ওই ছাত্রীর কলেজেরই অধ্যক্ষ।
সেখান থেকে সাভার মডেল থানার এসআই শংকর ছাত্রী ও অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে ছাত্রীর মা থানায় এসে এর তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেন। ছাত্রীর সহপাঠীরাও তাকে সান্ত্বনা দেন। প্রিন্সিপালের বিচার ও তাকে অপসারণের দাবি জানান।