বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি শিগগিরই

স্টাফ রিপোর্টার: সার্কভুক্ত চার দেশ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল শিগগিরই একটি ট্রানজিট চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে। এই চুক্তি বাস্তবায়ন হলে সীমান্তে যাত্রী ও কার্গো পরিবহন মসৃণ হবে। এতে পরিবহন খরচ ও যাত্রী হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে,  এই চুক্তিটির বিষয়ে গত মাসে চার দেশের সিনিয়র কর্মকর্তারা বৈঠক করেছেন কলকাতায়। সেখানে চুক্তি চূড়ান্ত করা ও এর পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। চারটি দেশ এ চুক্তি অনুমোদন করার পর তা এ বছরের শেষের দিকে বাস্তবায়ন হতে পারে। রাজ্যসভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিষয়ক প্রতিমন্ত্রী পন রাধাকৃষ্ণান এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য দিয়েছেন।

তিনি বলেছেন, এ চুক্তি বাস্তবায়িত হলে মালামাল ও যাত্রী পরিবহনে খরচ কমবে। পণ্য খালাসে সময় কম লাগবে। এতে সীমান্ত বাণিজ্য আরও কার্যকর হবে। তিনি বলেন, সীমান্ত বাণিজ্য ও পরিবহন সুবিধা আরও কার্যকর করতে, চারটি দেশ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল (বিবিআইএন) কে অর্থনৈতিক করিডরে যুক্ত করবে। এসব দেশের পরিবহন সচিবদের বৈঠকে এরই মধ্যে উপ-আঞ্চলিক সমঝোতামূলক আলোচনা হয়েছে। বিবিআইএন মটর ভেহিক্যাল চুক্তি নামে এই চুক্তির খসড়ায় আরও সার্কভুক্ত দেশ এই ফ্রেমওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

Leave a comment