বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় আগামীকাল ৱ্যালি অনুষ্ঠিত হবে

 

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটে-বলে দারুণ লড়াই করে যোগ্যতার দল হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। আগামী ১৯ মার্চ বাংলাদেশের দামাল ক্রিকেটাররা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে যাতে ভালো খেলে সেমিফাইনালে বাংলাদেশ যেতে পারে সেই শুভ কামনায় আগামীকাল বুধবার চুয়াডাঙ্গা শহরের ৱ্যালি বের করা হবে। ৱ্যালিটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে থেকে সকাল সাড়ে ৯টায় বের হবে। ৱ্যালিতে চুয়াডাঙ্গার সকল ক্রিকেটার ক্রিকেট প্রিয়জনগণেকে শরিক হওয়ার জন্য অনুরোধ করা গেলো। ৱ্যালিটি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর মোড় ঘুরে কোর্ট রোড ও কবরী রোড হয়ে পুনরায় টাউন মাঠে ফিরে আসবে।

Leave a comment