বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

স্টাফ রিপোর্টার: সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা যে কার্যক্রম ও দায়িত্ব পালন করছে তার প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার যুক্তরাষ্ট্রে সফরের মন্ত্রিসভাকে অবহিতকরণ সংক্রান্ত সারসংক্ষেপের মাধ্যমে এমনটাই জানিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গত ১৭ থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফর করেন। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেন। এ সফর সম্পর্কে গতকাল মন্ত্রিসভা বৈঠকে অবহিত করেন তিনি। এ সংক্রান্ত সারসংক্ষেপের উদ্ধৃতি করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন কেরির সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে যে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল তা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় অনেকটা স্তিমিত হয়ে এসেছে। জন কেরিও এটার প্রশংসা করেছেন যে সন্ত্রাস মোকাবিলায় আমাদের আইন প্রয়োগকারী সংস্থার যে কার্যক্রম, দায়িত্ব পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। যুক্তরাষ্ট্র সন্ত্রাসের ব্যাপারে সবসময় উদ্বিগ্ন। সন্ত্রাস মোকাবিলায় যে কোন কার্যক্রমে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা-সমর্থন দিয়ে যাবে বলে জন কেরি জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে, গণতন্ত্রে সন্ত্রাস বা চরমপন্থার কোন সুযোগ নেই। জন কেরিও বলেছেন, আমেরিকা কখনও রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাস বা জঙ্গিবাদকে সমর্থন করে না। আরেকটি বিষয় জন কেরি উল্লেখ করেছেন যে, তার পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক তা ক্রমেই সমপ্রসারিত ও শক্তিশালী হচ্ছে। আমাদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের সাফল্যের প্রশংসা করেছেন জন কেরি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আরেকটি বিষয়ে জন কেরিরদৃষ্টি আকর্ষণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন। তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন আবারও। জন কেরি বলেছেন তিনি এ ব্যাপারে সম্ভাব্য সহযোগিতা দেবেন, তার সরকারও দেবে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জন কেরি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে বলেছেন, প্রেসিডেন্ট ওবামা নিজেই চাচ্ছেন তিনি (কেরি) বাংলাদেশে আসুক। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন কেরির সঙ্গে বৈঠক ছাড়াও আরও কয়েকটি বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভা মনে করে এগুলো সফল বৈঠক হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভায় দ্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন আইন ২০১৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

Leave a comment