দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে বিএনপির জেলা উপজেলা নেতৃবৃন্দ দিনব্যাপি গণসংযোগ, লিফলেট বিলি ও পথসভা করেছেন। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের ছুটিপুর, পোতারপাড়া, নতিপোতা গ্রামে গণসংযোগ করা হয়। দুপুরে ভগিরথপুর বাজারে পথসভা করেন। পথসভায় বক্তারা ইউনিয়ন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনুকে তালগাছ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপি নেতা সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসানাত, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সম্পাদক আব্দুর রহিম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শওকত আলী প্রমুখ।
নতিপোতা ইউপি নির্বাচনে জেলা বিএনপির নেতৃবৃন্দের গণসংযোগ ও পথসভা
