মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বাংলাদেশি পরিবারকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা অঞ্চলে এ ঘটনা ঘটে। পরিবারটিকে উদ্ধারে পুরো এলাকা ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তারা স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে। এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, জ্যামাইকার মুসলিম সেন্টারের উল্টো পাশের একটি ভবনের বেজমেন্টে বসবাস করেন বাংলাদেশি পরিবারটি। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা পরিবারটিকে জিম্মি করে। ওই বাড়ির প্রতিবেশীরা জানিয়েছেন, এক দল অস্ত্রধারী সন্ত্রাসী পরিবারটিকে জিম্মি করে। তবে এতে ঠিক কতোজন সন্ত্রাসী অংশ নিয়েছে তা জানা যায়নি। বিদেশি একটি পরিবার এভাবে সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ হওয়ার খবরে ঘটনাস্থলে ছুটে যায় নিউইয়র্ক পুলিশ। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় প্রায় ৫ ঘণ্টা ধরে অভিযান চলছিলো। প্রথমে ২-৩টি হেলিকপ্টার অভিযানে ব্যবহার করা হয়। শেষের দিকে অবশ্য হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়নি। ততোক্ষণে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। এর বাইরে পুলিশের কিছু সদস্যকে ওই বাড়িসহ আশপাশের বাড়িতেও অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া আশপাশের বাড়ির লোকজনকে সরিয়ে আনছে পুলিশ। কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। রাত পৌনে ১১টার দিকে একজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীকে ওই ভবন থেকে পুলিশ বের করে এনেছে বলে জানা গেছে।
ওই পরিবারের সদস্য কারা বা এর কর্তাব্যক্তি কে তা নিশ্চিত হওয়া যায়নি। মুসলিম সেন্টার নিউইয়র্কের মুসলমানদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার জায়গা। বিশেষ করে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে।