বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদকে ফিরিয়ে দেয়ার দাবিতে ও দেশব্যাপি নেতাকর্মীদের আটকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে মিছিলটি চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতালের সামনে থেকে বের হয়ে কলেজ রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদ। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুল আজিজ, রাকিবুল হাসান, ফয়সাল হোসেন, সোহেল আহাম্মেদ, কাইয়ুম প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি।