গুলশানপাড়ার বধূ গুলশান আরা কেয়ার ইন্তেকাল : আজ দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পলাশপাড়ার মনিরুল কাদির বিন্দুর স্ত্রী দৌলাতদিয়াড় সরদারপাড়ার মেয়ে গুলশান আরা কেয়া আর নেই। গতরাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজেউন)।

মনিরুল কাদির বিন্দু বর্তমানে দুর্নীতি দমন কমিশনের ফরিদপুরস্থ কার্যালয়ের উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক প্রভাষক মরহুম আব্দুল কাদেরের বড় ছেলে। মনিরুল কাদীর বিন্দুর স্ত্রী গুলশান আরা কেয়া দৌলাতদিয়াড় সরদারপাড়ার মরহুম নূরুল ইসলাম সরদারের মেয়ে। মৃত্যুকালে কেয়ার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা বলেছেন, কেয়া বেশ কিছুদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তিনি কোমায় চলে যান। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতরাতেই মৃতদেহ চুয়াডাঙ্গার উদ্দেশে নেয়া হয়েছে। আজ জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে। মরহুমের দেবর রানা কাদিরসহ নিকটজনেরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

Leave a comment