খালেদা ও কোকোর দু মেয়ে বিবাদী

স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জায়গায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কোকোর দু মেয়েকে বিবাদী করা হয়েছে। এছাড়া বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১০ জনকে আগামী ১৩ এপ্রিল উচ্চ আদালতের আদেশ দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ড্যান্ডি ডাইঙের ৪৫ কোটি টাকা ঋণখেলাপি মামলায় খালেদা জিয়া এবং তার ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দু মেয়েকে আসামি করেছেন আদালত।

ঢাকার অর্থঋণ আদালত-১’র ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপি গতকাল সোনালী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে তাদের এ মামলায় বিবাদী করেন। এর আগে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা (খালেদা জিয়া) এবং স্ত্রী শার্মিলা রহমান এবং দু মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য গত ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা বেগম জানান, ইসলামী শরীয়াহ মোতাবেক সিভিল মামলায় কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে অন্তর্ভুক্ত করতে হয়। সে অনুয়ায়ী আমরা ৮ মার্চ বেগম খালেদা জিয়া, কোকোর স্ত্রী শার্মিলা রহমান ও দু কন্যাকে আসামি করার জন্য আদালতে আবেদন করি। এ মামলায় অন্য বিবাদীরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, শাহীনা ইয়াসমিন, বেগম নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান। মামলার ১০ নম্বর বিবাদী মোজাফ্‌ফর আহমেদ মারা যাওয়ায় তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে মাসুদ হাসানকে এ মামলায় বিবাদীভুক্ত করা হয়।

এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য ১০ জনকে আগামী ১৩ এপ্রিল উচ্চ আদালতের আদেশ দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত ২’র বিচারক হোসনে আরা বেগমের আদালত এ আদেশ দেন। মামলার অন্য আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন কারাগারে থাকায় আগামী তারিখে তাদের হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

Leave a comment