কুষ্টিয়ায় ৫০ বিঘা জমির পানবরজে আগুন

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আগুন লেগে প্রায় ৫০ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভোরকাপাড়া গ্রামের পানবরজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার হঠাৎ করেই পানবরজে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ৫০ বিঘা পানবরজ ভস্মীভূত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পানবরজগুলো প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের লিডার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি, তবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারণে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি তিনি। দৌলতপুর থানার এসআই মাহফুজ জানান, আগুনের লেলিহান শিখা দেখে অনেকেই পানবরজের পাশের বাড়িঘর ভেঙে ফেলেন। এতে স্থানীয়দের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a comment