স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হাঁপানিয়ায় জুয়ো খেলার সময় ৩ জুয়াড়িকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। এ সময় জুয়োর সরঞ্জাদি উদ্ধার করা হয়। আজ মামলাসহ আদালতে সোপর্দ করা হতে পারে।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে আলমডাঙ্গার হাঁপানিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে হাঁপানিয়া গ্রামের ইবারতের ছেলে মান্নানের বাড়ি থেকে ৩ জুয়াড়িকে আটক করেন। এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহমানের বাড়ি থেকে জুয়ো খেলার সময় জাহা বক্সের ছেলে আব্দুল মালেক, ঝড়ুর ছেলে দাউদ ও বারেকের ছেলে আব্দুল মালেককে জুয়োর খেলার সময় হাতেনাতে আটক করা হয়।