স্টাফ রিপোর্টার: সব আর্থিক প্রতিষ্ঠানকে অভিন্ন হিসাব খোলার ফরম ও কেওয়াইসি ফরম চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানকে তা চালু করতে হবে। এসব ফরম পূরণ করেই নতুন হিসাব খুলতে হবে। রবিবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১-১২ মার্চ অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য অভিন্ন হিসাব খোলার ফরম ও কেওয়াইসি ফরম প্রণয়ন করা হয়েছে। এসব ফরম অবশ্যই ৩০ জুনের মধ্যে প্রচলন করতে হবে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৫(১) (ক) ধারা মোতাবেক গ্রাহকের সঠিক তথ্য সংরক্ষণের দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠানকে যথাযথভাবে পালন করতে হবে। অভিন্ন ফরমের তথ্যাদি সকল আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলার ফরমে অবশ্যই থাকতে হবে, তবে কোন প্রতিষ্ঠান প্রয়োজনে অতিরিক্ত তথ্য সংযোজন করতে পারবে। শরীয়াহ্ ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ সাধারণ টার্মের পরিবর্তে প্রচলিত ও সামঞ্জস্যপূর্ণ ইসলামী টার্ম ব্যবহার করতে পারবে। এসব নির্দেশনা পরিপালনের বিষয়ে বিস্তারিত আগামী ৭ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।