আবাসন খাতের জন্য সিঙ্গেল ডিজিট সুদে পুনঃঅর্থায়ন তহবিল চালুর দাবি

স্টাফ রিপোর্টার: আবাসন খাতের মন্দা কাটাতে সিঙ্গেল ডিজিট সুদের পুনঃঅর্থায়ন তহবিল চালুর দাবি করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

রিহ্যাব নেতারা বলেন, প্রায় দুই যুগ ধরে আবাসন সমস্যা সমাধানে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে বেসরকারী উদ্যোক্তারা। জিডিপিতেও বড় অবদানও রয়েছে এ শিল্পের। কিন্তু আবাসন খাত আজ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখিন। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে স্থবিরতা বিরাজ করছে সম্ভবনাময় এ খাতে। সংকট দুর করতে পুনরায় সিঙ্গেল ডিজিট সুদে পুনঃঅর্থায়ন তহবিল চালুসহ বেশ কিছু দাবি জানান রিহ্যাব নেতারা। এসব দাবির পরিপ্রেক্ষিতে এসকে সুর চৌধুরী সিঙ্গেল ডিজিট সুদে পুনঃঅর্থায়ন তহবিল চালুর ব্যাপারে সরকারের নীতির কথা তুলে ধরেন। সরকার নির্দেশনা দিলে এ ঋণ কর্মসূচী দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি। আবাসনকে উত্পাদনশীল খাত উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যক্তি পর্যায়ে ঋণের পরিমাণ বাড়িয়েছে এমন কথাও বলেন এসকে সুর চৌধুরী।

রিহ্যাবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, ঊর্ধ্বতন সহ-সভাপতি রবিউল হক, সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ প্রকৌশলী সরদার মো. আমীন। চলমান অবরোধ-হরতালে আবাসন খাতের ক্ষয়-ক্ষতি তুলে ধরতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজ করে রিহ্যাব। সেখানে দেখানো হয়, হরতাল অবরোধের প্রথম ৪৬দিনে এ শিল্পের ক্ষতি হয়েছে প্রায় এক হাজার ৬৫৬ কোটি টাকা। আর এসময়ে  আবাসন শিল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় দুইশ’ লিংকেজ শিল্পের ক্ষয়-ক্ষতির পরিমান এ অংকের প্রায় দ্বিগুণ বা তিন হাজার ১২ কোটি টাকা ক্ষতি হয়েছে। সে হিসাবে এ সময়ে রিহ্যাব ও লিংকেজ শিল্পে ৪ হাজার ৬৬৮ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এ শিল্পের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে ঋণগ্রহণকারী ব্যবসায়ী-উদ্যোক্তাদের সুদ মওকুফসহ ব্যাংক ঋণ দুই বছরের জন্য পুনঃতফসিল করার দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। একই সঙ্গে রিহ্যাবের দীর্ঘদিনের দাবি স্বল্প আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য সিঙ্গেল ডিজিট সুদে পুনঃঅর্থায়ন প্রচলনেরও দাবি উত্থাপন করা হয়।

Leave a comment