অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা : অর্থনীতিতে প্রতিবন্ধীদের পথ সুগম করা জরুরি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থানা আয় ও ব্যয় জরিপ ২০১০ মতে, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৯ দশমিক ৭ শতাংশ। এ বিশাল জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা সমীচীন নয়। তাই অর্থনৈতিক কর্মকাণ্ডে  প্রতিবন্ধীদের অংশগ্রহণের পথ সুগম করার ওপর গুরুত্বারোপ করেছে পিএসইএস সহযোগী সংস্থাসমূহের অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা। গতকাল সোমবার মিরপুরে অবস্থিত পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজড-সিআরপি) আয়োজিত এক অনুষ্ঠানে পিএসইএসের সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা বিনিময়কালে এ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা ও উন্নয়ন সংগঠনসমূহের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উত্সাহ প্রদানে অর্জিত সাফল্যের অভিজ্ঞতা বিনিময় করেছেন প্রোমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইএস) প্রকল্পের ইনক্লুসিভ স্কিলস ডেভেলপমেন্ট (আইএসডি) কম্পোনেন্টের প্রতিনিধিরা। পিএসইএস বাংলাদেশ ও জার্মান সরকারের একটি যৌথ প্রকল্প। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড)-এর পক্ষে প্রকল্পটির বাস্তবায়ন করছে জিআইজেড।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলোরি টেইলর, বিজিএমই’র সহসভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, এনএসডিসি সচিবালয়ের প্রধান নির্বাহী এবিএম খোরশেদ আলম, পিএসইএসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাগনুস স্মিড। ধন্যবাদ জ্ঞাপন করেন সিআরপির নির্বাহী শফিকুল ইসলাম। প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দেয়া বিষয়ে তৈরি পোশাক শিল্পের নীতি নির্ধারক এবং উচ্চ ও মধ্য স্তরের কর্মকর্তাদের জন্য প্রণীত একটি পুস্তিকা পেশ করেন সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান। ড. ভেলোরি টেইলর সাভার সিআরপিতে দেশের প্রথম প্রস্থেটিকস অ্যান্ড অর্থোটিকস স্কুল প্রতিষ্ঠায় অবদানের জন্য জিআইজেড, বিজিএমইএ এবং ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্যা রেডক্রসকে ধন্যবাদ জানান।

সিআরপি ও অন্যান্য সহযোগী সংস্থার মাধ্যমে এবং জিআইজেডের সহযোগিতায় বিভিন্ন পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত রানাপ্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫১৫ জনকে সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম। রিয়াজ বিন মাহমুদ বলেন, ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে একটি দক্ষ অন্তর্ভুক্তিমূলক শ্রমশক্তি বিজিএমইএর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। এবিএম খোরশেদ আলম বলেন, দক্ষতা হল বিশ্বের একটি মূল্যবান ভবিষ্যত সম্পদ, বাংলাদেশও চেষ্টা করছে এর অংশীদার হতে।

মাগনুস স্মিড বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানাপ্লাজা ধসে ক্ষতিগ্রস্তরা অনেকেই ঘুরে দাঁড়িয়েছে। তিনি জানান, জিআইজেড, সিআরপি এবং বিজিএমইএর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষম কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে সাভারে অবস্থিত বাংলাদেশ হেলথ প্রফেশনালস ইনস্টিটিউট (বিএইচপিআই), সিআরপিতে দেশের প্রথম প্রস্থেটিকস অ্যান্ড অর্থোটিকস স্কুলের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমানে এ স্কুলে ২০ জন শিক্ষার্থী দুটি ব্যাচে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করছে।

Leave a comment