দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় হাসমত আলী (৫৫) ও আ. আলিম (২৬) নামের দু গাঁজাব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুড়ুলগাছি পশ্চিমপাড়ার মৃত পাঞ্চাব আলীর ছেলে হাসমত আলী ওরফে পিজুর বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। এ সময় গাঁজাব্যবসায়ী পিজুর কাছ থেকে ৩শ গ্রাম এবং ওই বাড়িতে থাকা একই গ্রামের আনারুল ইসলামের ছেলে আলিমের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকে গাঁজাসহ আটক করে সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওই দু গাঁজাব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়ের বিরুদ্ধেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন সিএ ফয়জুল ইসলাম।