চুয়াডাঙ্গায় জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাসদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাবু

জঙ্গিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বা

 

স্টাফ রিপোর্টার: আন্দোলনের নামে পেট্রোলবোমায় গাড়ি পোড়ানো, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা জাসদের উদ্যোগে গতকাল রোববার বিকাল ৪টায় জাসদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জেলা জাসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বের হয়ে কোর্টমোড় হয়ে শহীদ হাসান চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জাসদের আহ্বায়ক বীর মুক্তিয়োদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে জাসদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু বলেন, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া একদিকে সংলাপের কথা বলছেন অপরদিকে আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে গাড়ি পোড়াচ্ছেন, মানুষ পড়িয়ে মারছে। রেললাইনে ফিসপ্লেট উপড়ে ফেলে দেশের অর্থনিতিকে ধ্বংস করে দিচ্ছে। এরা দেশের শত্রু, গণতন্ত্র, সংবিধান, মুক্তিযুদ্ধ, আইন কিছুই মানেন না। দুর্নীতির মামলায় নিজে ও তার ছেলে তারেক রহমানকে বাঁচানো ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এ আন্দোলন। এদের কবল থেকে দেশকে বাচানোর জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহব্বান জানান। জাসদ নেতা লাবলু রহমানের উপস্থাপনায় আর ও বক্তব্য রাখেন জেলা জাসদের সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম ছারোয়ার, জাসদ নেতা আবুল হোসেন, জীবননগর উপজেলা জাসদের সবাপতি আ. রশিদ, সাধারন সম্পাদক সামসুল আলম প্রমুখ।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণ এক হও, নিষ্ঠুর, বর্বর, খালেদা জিয়ার রোষানলে পুড়ছে মানুষ-পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাদতান্ত্রিক দল জাসদ কুষ্টিয়া জেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল রোববার বিকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের একতারা মোড়স্থ শাহ আলম-রাম রতন স্কায়ারে সমাবেশে মিলত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় জাসদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সহসভাপতি আমিরুল ইসলাম মকলু, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, প্রচার সম্পাদক কারশেদ আলম, কোষাধ্যক্ষ ও পৌর কাউন্সিলর আক্তার হোসেন, সহসম্পাদক শাখাওয়াত হোসেন পল্টু, আফতাব উদ্দিন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী, সাবেক সভাপতি নবীর উদ্দিন, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা নারী জোটের আহবায়ক আরতি রানী সিংহ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন প্রমুখ।

Leave a comment