কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসায় শ্রেণিকক্ষ-বেঞ্চ সঙ্কট ১০ বছর ধরে গাছতলায় ক্লাস

হাসেম রেজা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসার শ্রেণিকক্ষের অভাবে টানা দশ বছর ধরে শিক্ষার্থীদের ক্লাস গাছতলায় চটে বসে নেয়া হচ্ছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ১৯৯৪ সালে কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসাটি স্থাপন করা হয়। সেই থেকে আশপাশের আড়াই থেকে তিন কিলোমিটার এলাকার মেয়েরা এ মাদরাসায় লেখাপড়া করে আসছে। বর্তমানে মাদরাসায় শিক্ষার্থীর সাত শতাধিক। ৩ কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন ও ছোট্ট দুটি টিনের ঘরে গাদাগাদি করে শিক্ষার্থীরা ক্লাস করে আসছে। কিন্তু একতলা ভবনটি ২০০২-২০০৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদন্তর কর্তৃক নির্মিত এটাও সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মাদরাসার শ্রেণিকক্ষ ও বেঞ্চের অভাবে শ শ শিক্ষার্থীর পাঠদানে ব্যাহত হচ্ছ।

সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের ৭২০ জন শিক্ষার্থীর জন্য ২৮টি শ্রেণিকক্ষের প্রয়োজন। কিন্তু কাঁচা ও আধা-কাঁচা মিলিয়ে ৬টি শ্রেণিকক্ষ আছে। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য ১৯০ জোড়া বেঞ্চ প্রয়োজন হলেও রয়েছে ৮০ জোড়া বেঞ্চ। এ ব্যাপারে শ্রেণিশিক্ষক মোমিন ও হানিফ জানান, মাদরাসাটিতে শ্রেণিকক্ষের অভাবে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে। তাই দীর্ঘ ১০ বছর খোলা আকাশের নিচে চটে বসে ক্লাস নিতে হয়।

মাদরাসার সুপার জানান, বর্ষাকালে গাছতলায় ক্লাস নেয়া সম্ভব হয় না। ফলে তখন ক্লাস নেয়া বন্ধ থাকে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, সাথী, নাজনীন ও পাপিয়া আক্তারসহ অনেকেই জানায়, তাদের কষ্টের সীমা নেই। তাদের প্রচণ্ড রোদে পুড়তে এবং বৃষ্টিতে ভিজতে হয়। এছাড়া একটু বাতাস হলেই ধুলোবালিতে সবকিছু একাকার হয়ে যায়। মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা জানায়, এ মাদরাসায় আমাদের নেই একটা কমন রুম, নেই নামাজের ঘর, ল্যাট্রিনের অভাব। বিদ্যালয়ের সুপার নুরুল আমিন জানান, সরকারি অনুদানের মাধ্যমে একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য জেলা পরিষদের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে।

মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি আনছার আলী জানান, মাদরাসার এ দূরবস্থার অবসানের জন্য কর্তৃপক্ষকে বার বার জানানো হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি। শিক্ষকদের জন্য কোনো অফিস নেই বললেই চলে। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহ জানান, লিখিতভাবে কেউ তাদের বিষয়টি জানায়নি। তবে তিনি অচিরেই মাদরাসা পরিদর্শনে যাবেন। আমি শুনেছি মাদরাসায় শ্রেণি কক্ষের অভাব শিক্ষক কমনরুমের অভাব। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসার প্রতি আশুদৃষ্টি দেবেন বলে আশা করে এলাকার অভিভাবকসহ সচেতনমহল।

Leave a comment