আলমডাঙ্গায় আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আয়বর্ধক উপকরণ বিতরণ

 

আলমডাঙ্গা ব্যরো: প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৪-১৫ অর্থবছরে আলমডাঙ্গায় আদিবাসী সদস্যদের মাঝে শিক্ষাবৃত্তি ও আয়বর্ধকমূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচএম শামীমুজ্জামান, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা সহকারী খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাংবাদিক শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ জহিরুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম আদিবাসী সমিতির সভাপতি শ্যামল সরকার, সম্পাদক নবাই সরকার ও সদস্য শিশিরের হাতে তাদের ১টি থ্রি হুইলার সিএনজি তুলে দেন।

Leave a comment