যেটাই হোক তালগাছটা আমার : এরশাদ

 

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে হার-জিত থাকবেই। একজন হারবে আর একজন জিতবে এটাই নিয়ম। কিন্তু এটা আমরা মানি না। আমাদের অবস্থা হলো বিচার মানি কিন্তু তাল গাছটা আমার। গতকাল শনিবার সকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। দেশের চলমান সঙ্কট নিরসনে জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, দেশে এখন সঙ্কট চলছে। এ সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দলকে আলোচনায় বসা উচিত। আমি ক্ষমতা ছাড়ার পর গণতন্ত্রের কবর হয়েছে এমন দাবি করে এরশাদ বলেন, আমি ক্ষমতা ছাড়ার পর দেশের গণতন্ত্রের কবর হয়েছে। একটা সংসদও কার্যকর হয়নি। কেননা প্রত্যেক সংসদে বিরোধী দল অনুপস্থিত ছিলো। এরশাদ বলেন, দেশে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানের পথ কি, তা কেউ জানে না। এ বিষয়ে শেখ হাসিনা আর খালেদা জিয়াই বলতে পারবেন।