চাপা পড়ে চালক নজরুলের মর্মান্তিক মৃত্যু : আহত ১

চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের জয়রামপুর কাঁঠালতলায় আলমসাধু উল্টে খাদে

 

জাফরপুর প্রতিনিধি: আলমসাধু উল্টে চালক নজরুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়মারপুর কাঁঠালতলা নামক স্থানে একটি মোটরসাইকেল অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এতে চালক নজরুল ইসলাম ও আরোহী মিন্টু আলমসাধুর নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নজরুলকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর খলিফাপাড়ার মৃত উম্বাদ আলী মণ্ডলের ছেলে নিজের আলমসাধু নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলাম শহিদের ছেলে মিন্টুকে সাথে করে গতকাল শনিবার বিকেলে কাঠবোঝাই করে দর্শনায় যান। সন্ধ্যায় ফেরার পথে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছুলে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে পাশের খাদে পড়ে। আলমসাধুর নিচে চাপা পড়েন নজরুল ও মিন্টু। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। নজরুল ইসলাম পথের মধ্যেই মারা গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। লাশ নেয়া হলে জাফরপুর গ্রামের নিকটজনেরা কান্নায় ভেঙে পড়েন। নিহত নজরুল দু ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। আজ সকাল ১০টায় জাফরপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a comment