কয়রাডাঙ্গায় গরম কড়াইয়ের ওপর পড়ে দু শিশুকন্যা ঝলসে গেছে

 

স্টাফ রিপোর্টার: রান্না করা গরম কড়াইয়ের ওপর পড়ে দু শিশুকন্যা ঝলসে গেছে। দুজনের মধ্যে একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত একজন শিশু কন্যার নাম সাদিয়া ও অপর শিশুর নাম কন্যার সোনালী। দু শিশু কন্যার বাড়ি আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা কয়রাডাঙ্গা গ্রামের ছাব্দালের শিশুকন্যা সাদিয়া (৩) ও একই গ্রামের কামালের শিশুকন্যা সোনালী। গতকাল শনিবার সকাল ৯টার দিকে সাদিয়ার মা স্বপ্না রান্না করছিলো। এ সময় চুলার পাশেই সাদিয়া ও সোনালী খেলতে খেলতে চুলার ওপর থাকা গরম কড়াইয়ের ওপর পড়ে সাদিয়া ও সোনালী উভয়ই পড়ে ঝলসে যায়। এ সময় সাদিয়া গুরুতর আহত হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নেয়া হয়েছে।

Leave a comment