আলমডাঙ্গা ভাংবাড়িয়ায় বাল্যবিয়ে বন্ধ : গোপনে বিয়ে

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: গত শুক্রবার রাতে আলমডাঙ্গা ভাংবাড়িয়া গ্রামের মুসা করিমের মেয়ে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রিক্তা খাতুনের বিয়ের সমস্ত আয়োজন করা হয়। হারদী উসমানপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে রাতে ভাংবাড়িয়ার মুসার বাড়িতে উপস্থিত হয়। ওই সময় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা পালিয়ে যায়। কন্যার বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এ মর্মে মুচলেকা দেয়া হয়। উসমানপুর গ্রামসূত্রে জানা গেছে , গতকাল রাতে উসমানপুর গ্রামের ইব্রাহিমের ছেলে খোকনের সাথে ভাংবাড়িয়ার ওই মেয়ের সাথে গোপনে বিয়ে দিয়েছেন হাটবোয়ালিয়া এলাকার এক প্রভাবশালী নেতা।

Leave a comment