আলমডাঙ্গায় নারী উন্নয়ন ফোরাম গঠন

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সমন্বয়ে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় ৪৬ জন নারী জনপ্রতিনিধিদের মধ্যে থেকে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা তার পদাধিকার বলে সভাপতি হয় এবং নির্বাচনের মাধ্যমে সহসভাপতি হয় খাদিমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নারী জনপ্রতিনিধি তাসলিমা খাতুন, নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয় কুমারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী জনপ্রতিনিধি জাহানারা খাতুন, নির্বাচনের মাধ্যমে কোষাধাক্ষ্য হয় বাড়াদী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের জেসমিন আরা খাতুন, নির্বাচনের মাধ্যমে ৭ জন নারী জনপ্রতিনিধি কার্যকরী সদস্য হয়, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা খাতুন, তাসলিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, রাফেজা খাতুন, চায়না খাতুন ও সাবিহা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনজুমান আরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় প্যাসিলেটেটর গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলেটেটর শফিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, শাহ আলম মন্টু, সাংবাদিক শরিফুল ইসলামসহ নারী ফোরামের সাধারণ সদস্য উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিসদের সকল নারী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।