আজ থেকে আবারও ৭২ ঘণ্টা হরতাল

 

স্টাফ রিপোর্টার: আজ রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারো ৭২ ঘণ্টা হরতাল  ডেকেছে করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল শনিবার সকালে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার মাধ্যমে টানা সাত সপ্তা ধরে শুক্র ও শনিবার ছাড়া সব কর্মদিবসে হরতাল পালন করছে ২০ দল। বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম ও অন্যায়ভাবে বিএনপি নেতাদেরকে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ গ্রেফতার হওয়া সব নেতাকর্মীর মুক্তি দাবি করা হয়। এছাড়া শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেয়া বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের। বিবৃতিতে চলমান সঙ্কট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলা হয়, ২০১৪ সালে শেখ হাসিনা আলোচনা অব্যাহত রাখা ও সমঝোতা হলে নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।

এদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনজুরুল জাহিদ স্বাক্ষরিত একপ্রেসবিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার হরতালের আহ্বান জানিয়ে বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশে যখন গণতন্ত্রকে রক্ষার লক্ষে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চলছে তখন সরকার কর্তৃক বিভিন্ন এজেন্টরা বাংলাদেশ সৈরাতন্ত্র কায়েমের লক্ষ্যে সারাদেশে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগনকে খুন, গুম, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুমসহ অন্যায়ভাবে রিমান্ডে নেয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে মুক্তির দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার সকল শ্রেণির-পেশার মানুষকে সাময়িক কষ্ট সহ্য করে সর্বাত্মক হরতাল সফল করার আহ্বান করেছেন। সেই সাথে চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে এ পর্যন্ত ১৫টি মিথ্যা মামলায় গ্রেফতারসহ সকল বন্দী নেতাকর্মীকে মুক্তির দাবি জানান।