সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিক্ষোভ আজ

স্টাফ রিপোর্টার: হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে মারা এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শনিবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। শুক্রবার ছাত্রলীগ আয়োজিত সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারী খালেদা ও দুর্নীতিবাজ তারেক রহমানের বিচারের দাবিতে মানববন্ধনে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এ ঘোষণা দেন। এ সময় সোহাগ বলেন, বিএনপি-জামায়াত জোটের মাধ্যমে আমরা সারাজীবন আক্রান্ত হয়েছি। শেখ হাসিনাকেও অনেকবার হত্যার চেষ্টা করেছে। এখন আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তারা দেশের বাইরে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যার চেষ্টা করছে। এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জোর দাবি জানান ছাত্রলীগ নেতারা। মানববন্ধনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম, সহসভাপতি জয়দেব নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরীফুল ইসলামসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়, মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।