দামুড়হুদায় টি-টোয়েন্টি ক্রিকেটে মনোজগৎ চ্যাম্পিয়ন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইয়াং স্টার ক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলা স্টেডিয়ামে ইয়াং স্টার ক্লাবের আয়োজনে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও মনোজগৎ ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টস জিতে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে।

৭৭ রানের জয়ের লক্ষ্যে মনোজগৎ ক্রিকেট একাদশের খেলোয়াড়রা ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে দামুড়হুদা মনোজগৎ ক্রিকেট একাদশ ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। মনোজগতের শাওন ম্যান অফ দ্য ম্যাচ এবং ইয়াং স্টারের ইয়াছিন সিরিজ সেরা নির্বাচিত হন। খেলায় আম্পায়ার ছিলেন বাবু ও নাজমুল। ধারাভাষ্য দেন শামিম খান ও জনি। স্কোরার ছিলেন মুকিত ও শেফাত। খেলা শেষে দামুড়হুদা দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরনবী, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান বদর উদ্দিন, দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবাসয়ী রাজধানী গার্মেন্টসের স্বত্বাধিকারী আব্দুল হাকিম, সাবেক ক্রিকেটার হায়দার আলী, মেরিল, সন্টু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ইনামুল, উজ্জল, শাহিন, টনিক, লিঙ্কন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনি।