গাংনীতে কলেজছাত্রী অপহরণকারী সন্দেহে দুজনকে গণপিটুনি

 

গাংনী প্রতিনিধি: কলেজছাত্রী অপহরণকারী সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার দুপুর বারোটার দিকে মেহেরপুরের গাংনীর ওলিনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হচ্ছে- গাংনীর চরগোয়াল গ্রামের মৃত ইয়ার উদ্দীনের ছেলে শরিফুল (৩৫) ও হাশেম আলীর ছেলে আজম (৩২)। আটককৃতরা অপহরণকারী কি-না তা তদন্তে নেমেছে পুলিশ।

চরগোয়াল গ্রামের কলেজছাত্রী ববিতা জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে একটি নসিমনযোগে বামন্দী বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন। নসিমনটি বামন্দী বাসস্ট্যান্ডে না থামিয়ে প্রধান সড়ক হয়ে গাংনীর উদ্দেশে রওনা দেয়। তাকে নামিয়ে দেয়ার কথা বললেও চালক ও তার সহযোগী তাতে কর্ণপাত করেনি। বিপদের আশঙ্কায় তিনি ওলিনগরের কাছাকাছি এসে চিৎকার দেন। এ সময় এলাকাবাসী নসিমনটি আটকে চালক ও তার সহযোগীকে অপহরণকারী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আটক অবস্থায় দুজনকেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা অসৎ উদ্দেশেই ওই ছাত্রীকে নিয়ো যাচ্ছিলো বলে ধারণ করা হচ্ছে। তবে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা কিংবা অভিযোগ করা হচ্ছে না। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে। তাদের নামে পুলিশ মামলা দায়ের করেছে।

Leave a comment