মাথাভাঙ্গা মনিটর: প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটের হারের কোনো নেতিবাচক প্রভাব সেই লড়াইয়ে পড়বে না বলে মনে করেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এ অলরাউন্ডার জানান, নিউজিল্যান্ড ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই কোয়ার্টার-ফাইনালে নিয়ে যেতে পারবেন তারা। আমরা যেভাবে খেলেছি, তাতে এ ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারি। আমরা ভালো খেলেছি আর এটা আমাদের কোয়ার্টার-ফাইনালে সহায়তা করবে। আগামী বৃহস্পতিবার মেলবোর্নে কোয়ার্টার-ফাইনালে শিরোপাধারী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আমাদের প্রথম লক্ষ্য ছিলো কোয়ার্টার-ফাইনাল। এটা এখন এক ম্যাচের ব্যাপার। সেদিন ভালো খেললে যে কোনো কিছু হতে পারে। আমরা নিজেদের ভালো ভাবে প্রস্তুত করব। আমার মনে হয় ছেলেরা প্রস্তুত থাকবে। কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ প্রস্তুত থাকবে জানিয়ে সাকিব বলেন, আমরা প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলতে যাচ্ছি। এ ম্যাচের জন্য প্রস্তুত থাকবো। আশাকরি, রোমাঞ্চকর লড়াই হবে। নিউজিল্যান্ডকে ২৮৯ রানের লক্ষ্য দিয়ে হারা ম্যাচে ইতিবাচক ব্যাপারই বেশি আছে বলে মনে করেন সাকিব। এ ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু আমরা নিতে পারি, যা কোয়ার্টার-ফাইনালে আমাদের কাজে লাগবে। এই আত্মবিশ্বাসটা যদি সবার কাছে থাকে আমার মনে হয়, আমরা অনেক কিছুই করতে পারবো।