হাসাদাহের বিশিষ্ট সারব্যবসায়ী নাজিম উদ্দিনের ইন্তেকাল : আজ দাফন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী বিসিআইসির ডিলার নাজিমউদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি হাসাদাহের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাজিমউদ্দিন বিশ্বাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ শুক্রবার বাদজুমা হাসাদাহ বাজারের নিজ বাড়ির সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। নামাজে জানাজায় সকলকে উপস্থিত হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। প্রভাষক সাইফুল ইসলামের পিতা নাজিমউদ্দিন বিশ্বাসের মৃত্যুতে জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক এমআর বাবু গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।