মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোড় থেকে অস্ত্রের মুখে ছয় ব্যবসায়ীর কাছ থেকে দু লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথপুর গ্রামের কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী রাতে গ্রামের কবরস্থানের মোড় বাজারে ট্রাকে পেঁয়াজ বোঝাইয়ের কাজ করছিলেন। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী হানা দিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করেন। একে একে ছয় ব্যবসায়ীর কাছ থেকে দু লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সামান্য আহত হন পেঁয়াজ ব্যবসায়ী তোয়াজ আলী। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীদের কাছ থেকে বর্ণনা শুনে সন্ত্রাসীদের আটকের অভিযান চলছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।