স্টাফ রিপোর্টার: আগুনে পুড়িয়ে দেয়া পূর্বাশা পরিবহনের মালিক আইনের পথে হাঁটতে শুরু করেছেন। দুর্ঘটনায় নিহত দামুড়হুদা ঘুঘডাঙ্গার মাংসব্যবসায়ী আবুল কাশেম নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা পূর্বাশা পরিবহনের একটি কোচ পরশু রাত ৯টার দিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। কাশেমের মৃতদেহ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। পূর্বাশা পরিবহনের মালিকপক্ষ অভিযোগ তুলে বলেছে, মোটরসাইকেলচালক কসাই কাশেম মদ্যপ অবস্থায় ছিলেন। তিনিই ছুটে এসে কার্পাসডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া কোচের সাথে ধাক্কা মেরে আছড়ে পড়ে নিহত হন। পরে কিছু লোক কোচে আগুন ধরিয়ে দেয়।