স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া হুচুকপাড়ার মনিরুল ইসলামকে (৪০) গাঁজাসহ আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা ডিবি পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে ভালাইপুর মোড়ের অদূরবর্তী স্থান থেকে তাকে আটক করে। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, আটকের সময় তার নিকট থেকে উদ্ধার করা হয় ৪৫ পুরিয়া গাঁজা।
পুলিশ বলেছে, হুচুকপাড়ার নূরুল হকের ছেলে মনিরুল ইসলাম চিহ্নিত গাঁজাবিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডিবির এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম, এএসআই জগদ্বীশ সঙ্গীয় ফোর্স নিয়ে ভালাইপুর মোড়ে অভিযান চালান। এ সময় হাতেনাতে ধরাপড়ে মনিরুল।